সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
সংগঠনটির প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান এবং পরবর্তীতে অনশন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব