বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবারের এসএসসি প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিন শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার ১৭২ কেন্দ্রে মোট বাংলা প্রথমপত্র পরীক্ষার্থী ছিলো ৮৭ হাজার হাজার ৭৪ জন। এর মধ্যে কেন্দ্রে এসেছে ৮৬ হাজার ৭৬৯ জন। প্রথম দিন অনুপস্থিত ছিল ৩১৫ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার দশমিক ৩৬ ভাগ। গত বছরও প্রথম দিন অনুপস্থিতির হার ছিল একই। প্রথম দিন কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি।
এবার বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন বিভাগের ৬ জেলার ১ হাজার ৪শ’ ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষার্থী ১ লাখ ৩ হাজার ৭শ ৮৮জন। এদের মধ্যে ছাত্র ৫২ হাজার ২শ’ ১০জন এবং ছাত্রী ৫১ হাজার ৫শ’ ৭৮ জন। পরীক্ষা তদারকির জন্য শিক্ষা বোর্ডের ১০টি ভিজিলেন্স টিম ছাড়াও প্রতিটি উপজেলায় রয়েছে একটি করে টিম। বরিশাল শিক্ষা বোর্ডে এবার গত বারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯ হাজার ৫শ’ ৯৫জন।
পরীক্ষা শুরুর পরপরই নগরীর বিএম স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। পরিদর্শন শেষে বোর্ড চেয়ারম্যান বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের গৃহীত পদক্ষেপ সফল হয়েছে। এবার প্রশ্নপত্র ফাঁসের কোন গুজবও শোনা যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন