রাজধানীর কদমতলীতে লাবনী আক্তার (১২) নামে শিশু গৃহকর্মীকে গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়া হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রী মারিয়া সুলতানাকে আটক করেছে পুলিশ। দগ্ধ লাবনী ব্রাহ্মণবাড়িয়ার আগুগঞ্জ উপজেলার নাছির উদ্দিন মেয়ে।
বৃহস্পতিবার রাতে ওই গৃহকর্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
কদমতলী থানা পুলিশ নির্যাতনের খবর পেয়ে ওই বাড়ির ৬তলা বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, এলাকাবাসীদের মাধ্যমে নির্যাতনের খবর পেয়ে দগ্ধ অবস্থায় লাবনী উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন