গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর জেলখানা রোড সংলগ্ন জমিদার মাঠে ঝুটের বেশ কয়েকটি গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জেলখানা রোড সংলগ্ন বেশ কয়েকটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর, সাভার ইপিজেড, কাশিমপুর ডিবিএল গ্রুপের মিনি ফায়ার ব্রিগেডের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নেভানো চেষ্টা চালাছেন। এখনো আগুন নিয়ন্ত্রেণে আসেনি। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়িন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে বেশ সময় লাগতে পারে। তিনি জানান, আগুন লাগার কাছে কোন পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। রাত পৌনে ১১টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ ও কয়টি গুদামে আগুন ছড়িয়েছে তার তথ্য তাৎক্ষণিক নেয়া সম্ভব হয়নি। সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন