গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত সেই গৃহবধূর নাম আম্বিয়া খাতুন (২০)। আম্বিয়া জাঙ্গালিয়া বিনিরাইল এলাকার শামসুদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ এঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত আম্বিয়ার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। আম্বিয়া খাতুনের স্বামীর বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে মোবারক হোসেন আম্বিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে আম্বিয়া মারা যান।
এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন জানান, আম্বিয়াকে তার স্বামী পিটিয়ে গুরুতর আহত করার পরই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর