বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শত বাধা-বিপত্তি সত্ত্বেও আশা করছি এই সভা সফল হবে। সভা সফল করতে আমরা কম সময়ের মধ্যে সারাদেশের নেতাদের আমন্ত্রণ পৌঁছে দিয়েছি। কিন্তু গত কয়েকদিনের অব্যাহত ধরপাকড়ে অনেক নেতাই আটক হয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের নির্বাহী কমিটির সভা করতে এতো বাধা পাওয়ার কথা নয়।
শনিবার সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে আমাদের নেতা-কর্মীদের নানাভাবে হামলা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। আমাদের কাউন্সিল থেকে শুরু করে প্রতিটি সভা-সমাবেশেও বাধা দিয়েছে সরকার। এদিক থেকে আমদের নির্বাহী কমিটির সভা তাড়াহুড়ো করে করতে হচ্ছে।
একটা রাজনৈতিক দল সভা করবে সেটা তো তাদের অধিকার। এটা তো কোনো জনসভা নয়। এটা নির্বাহী পরিষদের একটি সাংগঠনিক সভা। এ সভা যদি আমরা না করতে পারি তাহলে বুঝতেই পারছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি আজ কোথায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন