দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমান রিমনসহ ৪ জনের বিরুদ্ধে লালমনিরহাটে দায়ের করা মামলা অবিলম্বে প্রতাহার করে এমপি মোতাহার হোসেনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উত্তরায় আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার উদ্যোগে ও বৃহত্তর উত্তরা সাংবাদিক সমাজের সহযোগিতায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমান রিমন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি জুয়েল আনান্দ, উত্তরাবাণী’র সম্পাদক আসাদ জং, আওয়ামী প্রচারলীগের কেন্দ্রীয় সেক্রেটারি মাহফুজ, গুলশান থানা কৃষকলীগের সভাপতি এসএম বাবু হীরা, প্রতিদিন খবর পত্রিকার সম্পাদক সরকার জামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম