দেশের সর্বাধিক প্রকাশিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
কুমিল্লার মিরপুর সড়কে শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও মানববন্ধন করা হয়। এতে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের তিন হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।
কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক কবির আহাম্মেদ, প্রভাষক যথাক্রমে হুমায়ূন কবির, শরিফ মোহাম্মদ রেজা, আবদুল্লাহ আল মামুন, মানষ কুমার রায়, মাহবুব হোসেন, শহিদুল ইসলাম, উসমান গণি, আক্তার হোসেন, মুক্তার হোসেন, জামাল হোসেন, মামুনুর হক ভূইয়া, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, তৈয়ব আলী সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও সংবাদকর্মী।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা