রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টার দিক থেকে সাতরাস্তায় বুটেক্স ক্যাম্পাসের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।
একাডেমিক বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন বলে জানা গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন জানান, বিক্ষোভের কারণে তেজগাঁও সাতরাস্তা এলাকার সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল