রাজধানীর গুলশানে আজ সকাল ১০টার দিকে দেওয়ার চাপায় জয়নব আলী (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
নিহত জয়নবের গ্রামের বাড়ি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার চাঁনগাটি পশ্চিমপাড়ায়। তিনি গুলশান শাহাজাদপুর এলাকায় থাকতেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাল্লাউদ্দিন কাদের জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার