সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে চেম্বার জজ হিসেবে মনোনীত করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করে আসছিলেন।
রবিবার আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত চেম্বার জজ হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন