রাজধানীর বাবুবাজার ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃত জাহাঙ্গীর বাবুবাজার ব্রিজে ঢালে ভ্যান ঠেলার কাজ করতেন।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
পুরান ঢাকার কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বাবুবাজার ব্রিজের ঢালে কেরানীগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হয় জাহাঙ্গীর। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢামেকে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন