সিলেট সফরে যাত্রা করা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কে অবস্থানরত দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে আটক করেছে পুলিশ।
সকালে থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য অপেক্ষায় ছিলেন আজাদ। মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন তিনি। এমন অবস্থায় সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।
আড়াইহাজার বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু জানান, নজরুল ইসলাম আজাদ বিএনপি প্রধানকে স্বাগত জানাতে তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটমুখী মহাসড়কে অবস্থান করছিলেন।
জানা গেছে, বিএনপির এই কেন্দ্রীয় নেতা আড়াইহাজারে যুবলীগ নেতা আমজাদ হত্যা মামলার আসামি। যদিও তিনি জামিনে রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব