আশুলিয়ায় ক্যাপ্টেন পরিচয়ে র্যাব ক্যাম্পে অভিযোগ দিতে গিয়ে হাবিবুর রহমান শান্ত (৩৮) নামের এক ভুয়া ক্যাপ্টেনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। ভুয়া সেই ক্যাপ্টেন নরসিংদীর রায়পুরা এলাকার কড়ের পাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে।
র্যাব ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার নিরিবিলি এলাকায় উজ্জগ সমবায় হাউজিং সমিতির হাউজিং এর সাথে এলাকাবাসীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। হাবিবুর রহমান শান্ত ক্যাপ্টেন সেজে এই বিরোধ নিস্পত্তির জন্য স্থানীয়দের উপর প্রভাব দেখাতে শুরু করে। এসময় এলাকবাসী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর চালায়।
এ ঘটনায় রবিবার রাতে সেই ভুয়া ক্যাপ্টেন নবীনগর র্যাব ক্যাম্পে একটি অভিযোগ দিতে গিয়ে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে খোজ খবর নিয়ে র্যাব সদস্যরা তাকে ভুয়া ক্যাপ্টেন হিসেবে চিহ্নত করে। পরে সোমবার সকালে তাকে আশুলিয়া থানয় হস্তান্তর করা হয়।
এব্যাপারে আশুলিয়ার র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের পর তাকে আশুলিয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর