মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত, চিকিৎসকদের কর্তব্যে অবহেলা বন্ধ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার সকালে কোর্ট শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জামাত খান, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু। পরে কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ