জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে খুলনায় গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি নেতারা অবিলম্বে প্রত্যাহার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা বৃদ্ধির প্রতিবাদ জানান।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি নেতা মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জলিল খান কালাম, শাহজালাল বাবলু, রেহেনা আক্তার।
বক্তারা বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে ষড়যন্ত্র করা হচ্ছে। এতে প্রমাণ হয়েছে কোনোমতেই সরকার অংশগ্রহণমূলক নির্বাচন চায় না। তারা যে কোন ভাবে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবে না।
বিডি প্রতিদিন/ফারজানা