বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। যারা আজ সংলাপে বসবেন তাদের আমরা চিনি। আমাদের ধোঁকা দেবেন তা হবে না।
বৃহস্পতিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংলাপ পরবর্তী আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগকে আমরা চিনি। তারা সংলাপে সব কিছু দিয়ে দেবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে গণঅনশনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সকাল ১০টায় শুরু হয়ে এ কর্মসূচি চলে বিকেল সোয়া ৩টা পর্যন্ত।
সভাপতির বক্তব্য শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মির্জা ফখরুলসহ নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন