আশুলিয়ায় এক যুবককে অপহরণ করে অর্থ হাতিয়ে নেওয়ার সময় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদেরকে আশুলিয়ার খেজুরবাগান সরকারবাড়ি থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
আটক পাঁচ অপহরণকারী হলো মানিক মিয়া (১৬), সাগর মিয়া (১৪), স্বাধীন হোসেন (১৯), সোহেল রানা (১৭) ও সোহেল মিয়া (১৭)। তাদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে।
পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে মিরাজুল ইসলাম নামের এক (১৮) যুবককে ওই পাঁচ যুবক অপহরণ করে সরকারবাড়ি এলাকায় একটি বাড়িতে আটকে রেখে বিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তার পরিবারের কাছে। পরে ওই অপহৃত যুবকের পরিবারের সদস্যরা বিষয়টি কৌশলে এলাকার কয়েকজন যুবককে জানালে তারা অপহরণকারীদের টাকা দেওয়ার কথা বললে অপহরণকারীরা টাকা নিতে আসলে এলাকাবাসী পাঁচ অপহরণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ পাঁচ অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে অপহরণের টাকা সময়মত না দেওয়ায় অপহরণকারীরা ওই যুবককে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। অপহরণকারীরা ওই এলাকায় আরও নিরিহ গার্মেন্টস শ্রমিকদেরকে অপহরণ করে অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, আটক অপহরণকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল