রাজধানীর বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭০) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় ওই ব্যক্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৯টায় মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরনে সাদা চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল।
জানা যায়, শ্যাওড়া রেলক্রুসিঙের উল্টো পাশে বাসস্ট্যান্ডে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় দ্রুতগতির একটি মোটরমাইকেল ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল