রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন কমলাপুর রেলস্টেশনের রেললাইনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনের সঙ্গে ওই ব্যক্তির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরনে কালো রঙের গেঞ্জি ও প্যান্ট রয়েছে।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/হিমেল