রাজধানীর খিলক্ষেতে মাদকসেবীদের মারধরে আহত রুবেল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
রুবেল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি খিলক্ষেতের বড়ুরা এলাকার পরিবারের সঙ্গে থাকতেন ও ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।
রুবেলের ছোট ভাই জুয়েল জানান, শুক্রবার দিনগত রাতে তাদের বাসার পেছনে একটি খালি জায়গায় জাহাঙ্গীর নামে এক যুবকের সঙ্গে মাদকসেবন করছিল রুবেল। এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে রুবেল বাসায় চলে আসলে রাতে তার পেটে ব্যথার এক পর্যায়ে ভোরে তার মৃত্যু হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিরুর রহমান জানান, খবর পেয়ে রুবেলের বাসায় গিয়ে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/হিমেল