বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির পরিপ্রেক্ষিতে 'স্বল্প পরিসরে' আরও আলোচনা হতে পারে। এ লক্ষ্যে আগামীকাল রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফের আনুষ্ঠানিক চিঠি দেবে ঐক্যফ্রন্ট।
আজ শনিবার রাতে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে (১ নভেম্বর) সংলাপে আলোচনা হয়েছিল যে, জাতীয় ঐক্যফ্রন্টের সাতদফা দাবির পরিপ্রেক্ষিতে স্বল্প পরিসরে আরও আলোচনা হতে পারে। সে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে রবিবার প্রধানমন্ত্রীকে আরও একটি চিঠি দেওয়া হবে। যেহেতু তিনি বলেছিলেন আলোচনা চলবে, সেজন্য চিঠি দেওয়া হবে।
ফখরুল বলেন, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যাতে তফসিল ঘোষণা না করে সে ব্যাপারে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। সে বিষয়টিও এই চিঠিতে উল্লেখ থাকবে।
এদিকে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বৈঠক থেকে বেরিয়ে জানান, ছোট পরিসরে সংলাপের জন্য রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট। এছাড়া ৬ নভেম্বর ঢাকায়, ৯ তারিখ থেকে বিভাগীয় শহরে জনসভা হবে।
তিনি বলেন, তফসিল না দেওয়ার অনুরোধ জানিয়ে শনিবার চিঠি দেওয়া হয়েছে, তারপরও যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। মান্না বলেন, এখন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিই সব জানাবেন।
শনিবার রাতের ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আসম রব, ডা. জাফরুল্লাহ, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার