ছোট বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করেছে উত্যক্তকারী দুই যুবক। গুরুতর অবস্থায় আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত যুবকের নাম শেখ ইমলাম পাভেল (২২)। তিনি পশ্চিম জুরাইনের মাজার গেট এলাকার বাসিন্দা। পাভেল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আহত পাভেলের বোনকে বিরক্ত করতো তুহিন ও শাহিন। পাভেল ঘটনার প্রতিবাদ করায় ওই দু'জন মিলে পাভেলকে ছুরিকাঘাত করেছে। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার