রংপুর আদালত প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
শুনানী শেষে ব্যারিস্টার মইনুল হোসেন আদালত ত্যাগ করার পর উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মানহানি মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন শুনানির জন্য রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে নেয়া হলে তাকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়তে থাকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন