ঐক্যফ্রন্টের সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘সরকার ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করলেও কোনো দাবি পূরণ করেনি। এরই মধ্যে নির্বাচন কমিশন তফশিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। ঐক্যফ্রন্টের দাবিপূরণ না করে তফশিল ঘোষণা করা হলে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।’
রবিবার সন্ধ্যায় রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা।
উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন