সাভারে গণস্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারী ও মামলার বাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় দশ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকেল পোৗনে চারটার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার গণ্যস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গণস্বাস্থ্যের কর্মী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রবিবার বিকেলে গণস্বাস্থ্যের পিএইচএ ভবনের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তোভোগীরা। সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ছয় মামলার বাদীদের কয়েকজন পিএইচএ ভবনের ভেতরে ঢুকে যায়। এসময় ওই ভবনের নারী নিরাপত্তাকর্মীদের সাথে বাদীর লোকজন বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে।
এর কয়েক মুহুর্তের মধ্যেই গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে জড়ো হয়ে পড়লে দু পক্ষের মধ্যে ইট-পাটকেল ছুড়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের প্রায় দশ জন আহত হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিষ্টার গোলাম মর্তুজা বাবু বলেন, মামলার বাদীর লোকজন তাদের পিএইচএ ভবনের ভেতরে প্রবেশ করে নারী নিরাপত্তাকর্মীদের লাঞ্ছিত করে। এছাড়াও তারা ভবনের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী, নাছির উদ্দিনসহ সকল মামলার আসামিরা তাদের কর্মীদের উপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তাদের প্রায় চারজন আহত হয়েছে বলেও তিনি দাবী করেন।
অন্যদিকে, মোহাম্মদ আলী বলেন, তার মতো অনেকেরই জমি দখল করে রেখেছে গণস্বাস্থ্য কেন্দ্রের লোকজন। এ কারনেই তারা সকলে একত্রিত হয়ে রবিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে গণস্বাস্থ্যের লোকজন তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় তাদের ছয় জন আহত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর