ফেন্সিডিল রাখতে না দেওয়ায় প্রতিবেশী চান্দু, শুকচান, শুভ ও হৃদয় বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। হুমকি দেওয়ার পর তারা বাড়িতে আগুনও বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মো. জালাল। এ ঘটনায় থানায় মামলা করেন তিনি। কিন্তু গত এক সপ্তাহেও আসামিরা গ্রেফতার হননি। মামলার বাদীর দাবি, আসামিরা এখন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে।
জালালের বাড়ি রাজশাহী মহানগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামে। আসামিদেরও বাড়ি একই গ্রামে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। জালালের দাবি, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছেন না।
জালাল জানান, গত ২৭ জানুয়ারি প্রতিবেশী চান্দু, শুকচান, শুভ ও হৃদয় তার বাড়িতে ফেন্সিডিল লুকিয়ে রাখতে যান। এতে বাধা দেন পরিবারের সদস্যরা। তখন তারা ক্ষিপ্ত হয়ে বাড়িটি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যান। এরপরের দিন রাতে জালালের বাড়িতে আগুন লাগে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় পরদিন তিনি ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
জালালের দাবি, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আর মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দিয়ে যাচ্ছেন। মামলা না তুললে প্রাণে মেরে ফেলা হবে, আসামিদের এমন হুমকিতে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, তারা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাদের পাওয়া যায়নি। ওসি বলেন, খুব দ্রুতই আসামিরা ধরা পড়বে। বাদীর নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব