খুলনায় আলোচিত ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণ ও হত্যা মামলায় স্বাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার বিকালে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্তি ঘোষণা করেন। এর আগে পারভীন সুলতানার পিতা ইলিয়াছ চৌধুরি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর লবনচোরা থানার বুড়োমৌলভীর দরগাপাড়া রোডে ধর্ষণ ও জোড়া হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। আসামিরা বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢুকে প্রথমে ইলিয়াছ চৌধুরিকে হত্যা ও পরে পারভীন সুলতাকে ধর্ষণ শেষে হত্যা করে। এ ঘটনায় দু’টি আলাদা মামলা আদালতের বিচারাধীন রয়েছে।
মামলার আসামিরা হলেন- লিটন, শরিফুল, পিটিল, পলাশ ও আবু সাঈদ। এদের মধ্যে আসামি লিটন ও আবু সাঈদ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। ২০১৬ সালের ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ৩৫ জন স্বাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল