রাজধানীর উত্তরায় শ্যুটিংয়ের একটি মাইক্রোবাসের চাপায় ফাইজা তাহসিনা সূচী নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সূচী দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলামের মেয়ে ও দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
উত্তরার রাজউক এপার্টমেন্ট প্রজেক্ট ১০ নং ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
সূচীর বাবা ফাইজুল ইসলাম জানান, সূচী পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় নাটকের শ্যুটিং এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচীকে চাপা দেয়। তার মাথা থেতলে যায়। পরে দ্রুত উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন