বরিশালের মুলাদীতে জাটকা বহনের দায়ে ৩ জন মাছ ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার এই দন্ডাদেশ দেন।
দন্ডিত তিন মাছ ব্যবসায়ী হলেন- নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ও শহীদ বেপারী।
মুলাদী থানার ওসি মো. জিয়াউল হক জানান, দন্ডাদেশ প্রদানের পর ওই তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, হিজলা টেকবাজার থেকে জাঁটকা নিয়ে বাসে মুলাদীর মীরগঞ্জ ফেরীঘাটের দিকে নেওয়া হচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে সকাল ৭টার দিকে মুলাদী বন্দর অতিক্রম করার সময় পুলিশ ওই বাসটি থামিয়ে ২০ মন জাঁটকা জব্দ করে। এ সময় জাটকা বহনকারী ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১ বছর করে কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার