বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ ইন্টার্ন চিকিৎসককে মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রদল করার অভিযোগে মঙ্গলবার দুপুরে হাসপাতালের যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। যদিও ওই ৩ ডাক্তারকে নাশকতার মামলায় গ্রেফতার করার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।
পুলিশে সোপর্দ করা ৩ ইন্টার্ন চিকিৎসক হলেন শের-ই বাংলা মেডিকেল কলেজের ৪৪ ব্যাচের ছাত্র ডা. রাফসান জনি আবির, ডা. মাহফুজুর রহমান শিমুল এবং ডা. কাজীফুর রহমান তালহা। এদের মধ্যে আবির মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, শিমুল সহ-সভাপতি এবং তালহা সাধারণ সম্পাদক বলে জানিয়েছে ক্যাম্পাস সূত্র।
হামলার অভিযোগ অস্বীকার করে মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত সজল পান্টে সাংবাদিকদের বলেন, ওই ৩ জন বিএনপির আমলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। এদের মধ্যে শিমুল এক সময় শিবিরের রাজনীতি করলেও এখন ছাত্রদলেল সাথে সম্পৃক্ত। তারা দীর্ঘ দিন ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। তাদের ক্যাম্পাসে পেয়ে পুরনো মারধরের বাদলা নিতে ছাত্রদলের ওই ৩ নেতাকে পুলিশে সোপর্দ করার কথা জানান সজল পান্ডে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানিয়েছেন, নাশকতার অভিযোগে ৩ ইন্টার্ন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার