বরিশালে একটি কোচিং সেন্টারের ৩ পরিচালককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারের কার্যক্রম চালানোর অভিযোগে তাদের ৩ জনকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এরা হলেন, সদর উপজেলার কর্নকাঠী এলাকার কনফিডেন্স কোচিং সেন্টারের তিন পরিচালক যথাক্রমে মো. শাহাবুল ইসলাম, মো. শফিউল ইসলাম ও মো. কামরুজ্জামান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী এবং রেজোয়ানা কবিরের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চলমান এসএসসি পরীক্ষার কারণে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।
বিডি প্রতিদিন/হিমেল