নামের পাশে পদবীর ডিগ্রী হিসেবে লেখা থাকতো ‘এমবিবিএস, এফসিপিএস’। নিজেকে অভিজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দিনের পর দিন প্রতারণা করে আসছিলেন রোগীদের কাছে। তবে শেষ পর্যন্ত র্যাবের অভিযানে ধরা পড়লেন ভুয়া নারী চিকিৎসক ফাহমিদা আলম।
অভিযানের সময় নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও দেখাতে পারেননি কোন সনদ। সেই সঙ্গে তিনি যে হাসপাতালে বসতেন সেই হাসপাতালেরও প্রয়োজনীয় নথি নেই। র্যাবের অভিযানে ওই চিকিৎসকের ৬ মাসের জেল ও হাসপাতালটি সীলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার ‘এম হোসেন জেনারেল হসপিটাল’ নামের ওই হাসপাতালে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় চলে র্যাব-১১ এর অভিযান। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর