রোহিঙ্গা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ নিয়ে মঙ্গলবার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এ সভায় কানাডা সরকারের বিশেষ দূত বব রে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. চৌধুরী নাফিজ শারাফাত ও বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া প্রিফন্তেইন।
বিডি প্রতিদিন/ফারজানা