গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড় দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ।
বুধবার সকাল ১০টার দিকে কামরাঙ্গীর চরের কয়লাঘাট এলাকায় ও ইসলামবাগ এলাকায় অভিযান শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এদিন অভিযানের শুরুতে দুটি একতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব