রাজশাহীর তানোর উপজেলার বহরইল ৮ দিনের ব্যবধানে অজ্ঞাত রোগে ৬ জনের মৃত্যুর ঘটনা উদঘাটনে কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার (আইডিসিআর) পাবলিক হেল্থ ইমারজেন্সি রেসপন্সের ৬ সদস্যের দল। তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়া অসুস্থ ৬ জনকে দেখে ওই গ্রামে গিয়ে অনুসন্ধানী কাজ শুরু করেছেন তারা।
বিশেষজ্ঞ দলের প্রধান ডা. আব্দুল্লাহেল মারুফ, ডা. রাব্বানী, ডা. ফারসিম, ডা. শাহনাজ শানু, ল্যাব বিশেষজ্ঞ মামুন ও আব্দুল কুদ্দুস ওই এলাকায় রোগের কারণ উদঘাটনে নমুনা সংগ্রহে কাজ করছেন।
ডা. আব্দুল্লাহেল মারুফ বলেন, আতঙ্কিত হওয়ার মত কিছু এখনও খুঁজে পাওয়া যায়নি। তদন্ত ও গবেষণার জন্য আলামত সংগ্রহ করা হচ্ছে, এটি একটি সময় সাপেক্ষ বিষয়। তিনি বলেন, পুরো বিষয়টি পর্যবেক্ষণ ও গবেষণার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিশেষজ্ঞের পুরোদল মাঠে কাজ করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামে হঠাৎ অজ্ঞাত রোগে ৮ দিনে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন।
বিডি প্রতিদিন/হিমেল