নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয়েই দিনে পর দিন প্রতারণা করে আসছিলেন রোগীদের কাছে। তবে শেষ পর্যন্ত ফাহমিদা আলম ধরা পড়েন র্যাবের অভিযানে। ওই সময়েও নিজেকে ডাক্তার পরিচয় দিলেও দেখাতে পারেনি কোন সনদ।র্যাবের অভিযানে ওই ডাক্তারের ৬ মাসের জেল ও হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার ‘এম হোসেন জেনারেল হসপিটাল’ নামের ওই ক্লিনিকে ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১ টায় চলে র্যাব-১১ এর অভিযান। এর নেতৃত্বে ছিলেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দিন। এসময় এম হোসেন জেনারেল হাসপাতালকেও সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল