বরিশালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১২টায় এই বিদ্যুৎ উপকেন্দ্রটির উদ্বোধন করা হয়। সারাদেশে এক সাথে ৯টি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে বরিশাল উপকেন্দ্র একটি।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালে প্রান্তে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ বিদুৎ বিভাগ ও সরকারের বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এই বিদ্যুৎ উপকেন্দ্রটি ২০১৮ সালের ১৯ আগস্ট বাণিজ্যিকভাবে চালু হয়। এর সক্ষমতা ২৪০ এমভিএ। এটি নির্মাণে ব্যয় হয় প্রায় ১৪ কোটি টাকা। উপকেন্দ্রটি প্রায় সাড়ে ১৩ একর জমির উপর প্রতিষ্ঠিত।
বরিশালের বিভিন্ন উপজেলা পিরোজপুর ও ঝালকাঠি জেলার ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে এটি নির্মাণ করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব