খুলনায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ ১১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০৪ পিস ইয়াবা ও ১০৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার নয় ও মহানগরের আট থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় নয়জন মাদকবিক্রেতাসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা ও ২৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের অভিযানে ১১ জন মাদক বিক্রেতাসহ ৫৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব