রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় আবদুল মজিদ (৫০) নামে প্রাইমারী স্কুলের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস।
নিহত আবদুল মজিদ ঠাপুকুর সদর থানা এলাকার বাসিন্দা এবং ফকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ওসি জাফর আলী বিশ্বাস জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাঠ এলাকায় বাসচাপায় ওই প্রধান শিক্ষকের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৯/ফারজানা/মাহবুব