মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের চাকরিচ্যুতির প্রতিবাদে খুলনার লবনচরায় একটি জুট মিলে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে লবনচরা মেইন রোডে জুট মিলের গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, মজুরি বৃদ্ধির দাবি করায় চার শ্রমিক নেতাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে মিল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাধারণ শ্রমিকরা।
চাকরিচ্যুত শ্রমিকরা হলেন, প্যাকেজিং বিভাগের সরদার মো. মোরশেদ আলী শেখ, যান্ত্রিক বিভাগের লিটন গাজী, সহকারী মিস্ত্রী মাসুম, মিস্ত্রী সুমন ফরাজী। মিল শ্রমিকদের পক্ষে মজুরি বৃদ্ধির আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই চারজন।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শ্রমিকরা দাবি আদায়ের জন্য লবনচরা মেইন রোডের একটি জুট মিলের গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। তাদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, খুলনার আন্দোলনরত জুট মিলটিতে ৯ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছে। কিছুদিন ধরেই মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন