প্রায় দুই শতাধিক শিশুর অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেছে খুলনা চিলড্রেন ভয়েজ স্কুল। মাতৃভাষার দাবিতে আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গ্রামীন জীবনযাত্রা ছিলো ডিসপ্লে’র মূল বিষয়বস্তু।
বৃহস্পতিবার সকালে খুলনা মুজগুন্নী মেলার মাঠে উৎসবমুখর পরিবেশে ডিসপ্লে প্রদর্শনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মঞ্জুর আলম। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মমতাজ বেগম ও সমাজসেবক আব্দুর রউফ।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব