বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা বাদল ফরাজিকে কেন কারাগারে রাখা হয়েছে সে বিষয় জানতে হাইকোর্টে রিট করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, বাদল ফরাজিকে যে বেআইনিভাবে আটক রাখা হয়নি, সেই বিষয়টি নিশ্চিত হতে কারণ দর্শানোর আরজি জানিয়ে রিটটি করা হয়েছে।
প্রায় ১১ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর বাদল ফরাজিকে বাদল সিং ভেবে একটি খুনের মামলায় অভিযুক্ত করে যাবজ্জীবন সাজা দেয়া হয়।
বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় গত বছরের জুলাইয়ে ভারত তাকে দেশে ফেরত পাঠালেও তিনি মুক্তি পাননি।
কারাগারে থাকা বাদল ফরাজি জানান, তিনি নির্দোষ বলেই বন্দিবিনিময় চুক্তির আওতায় দিল্লির তিহার জেল থেকে তাকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। কিন্তু দেশে ফেরার পর সাত মাস পেরিয়ে গেলেও মুক্তির কোনো লক্ষণ দেখছেন না তিনি। দাগি আসামিদের সঙ্গেই দিন পার করতে হচ্ছে তাকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দিন