নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিশা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। হত্যাকাণ্ডের ৪ বছর পর আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। এসময় মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত আসামি আবদুর রহমান (৫২) অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত ছিল।
নিহত নিশা বেগম বন্দর উপজেলার নোয়াদ্দা এলাকার তাজুল ইসলামের স্ত্রী। সে গাজীপুরের নূর মোহাম্মদ নুরার মেয়ে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুস শাকের খান জানান, ২০১৪ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় কাতার প্রবাসী তাজুল ইসলামের বোন জামাতা আবদুর রহমান নিশা বেগমকে কু-প্রস্তাব দিয়ে জড়িয়ে ধরে। এসময় নিশা বেগম চিৎকার দিলে আবদুর রহমান তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরদিন নিশা বেগমের ছোট ভাই রাব্বি মিয়া বাদী হয়ে বন্দর থানায় আবদুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এ মামলায় ১২ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সকল সাক্ষ্যপ্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একমাত্র আসামি আবদুর রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার রায় দেন। অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত থাকলেও আবদুর রহমান জেলা কারাগারে রয়েছে।
নিহতের ছোট ভাই রাব্বি মিয়া বলেন, এ রায়ে আমাদের পরিবার অনেক খুশি। আমরা চাই দ্রুত এ রায় কার্যকর করা হোক।
বিডি প্রতিদিন/এ মজুমদার