ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষকদের নামে দায়েরকৃত সার্টিফিকেট মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋন মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন তারা এ দাবি জানায়।
জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গনসংহতি পরিষদের কেন্দ্রীয় আহবায়ক দেওয়ান আবদুর রশীদ নীলু, শ্রমিক নেতা রাজ্জাক সিকদার, আরিফুর রহমান মিরাজ ও রাইদুল ইসলাম শাকিব সহ অন্যান্যরা।
এসময় বক্তারা কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহার, কৃষি ঋন সুদ সহ মওকুফ ও ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান। অনতিবিলম্বে এই দাবী আদায় না হলে দেশের কৃষকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল