২১ মে, ২০১৯ ১৪:১৫

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ফাইল ছবি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

আটক রাজিব দেওয়ান (৩৫) মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।

ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে জানান, সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই যাত্রী। এসময় তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়।

গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার দেহ তল্লাশি করতে চাইলে ওই যাত্রী অসহযোগিতা করেন। পরে আর্চওয়ে মেশিনে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রঙের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৬৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম।
এসব বারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা বলে জানান অথেলো চৌধুরী।

বিডি প্রতিদিন/২১ মে ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর