বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
রাজশাহীতে যুবলীগ নেতা হত্যার ১৮ আসামির জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার ১৮ আসামির জামিন আবেদন আদালতে নামঞ্জুর হয়েছে। আদালত তাদের ফের কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার ধার্য্য দিনে মঙ্গলবার আসামিদের কারাগার থেকে রাজশাহীর আমলী আদালত-৫ এ হাজির করা হয়। এ সময় আসামিদের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক রাসেল মাহমুদ জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।
এসব আসামিরা হলেন, অসীম রেজা (৩২), মো. জাহির (৪৫), মোস্তাক আহম্মেদ ওরফে মেজরা (৩৫), শরীফ দুলাল ওরফে সেতু (৩৬), সাখাওয়াত হোসেন (৪০), মীর কাশিম ওরফে সাহেব (৪৮), মো. লাভলু (৫০), ভকত আলী (৪২), আমিনুল ইসলাম (৪৫), মো. সিহাব (২০), মাসুম আক্তার স্বাধীন (৪৩), মো. বুলবুল (৪৫), মো. হিটলার (৩৫), গিয়াস উদ্দিন (৫৭), ওমর ফারুক জিহাদি (৪০), আকবর আলী (৪০), মুক্তার আলী (৩০) ও সাকিম উদ্দিন (৪২)।
গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালিগাছা ও ধরমপুর গ্রামে তাদের বাড়ি। এরা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত প্রায় দুই মাস ধরে তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন। এ মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ২২ জন। এদের মধ্যে প্রধান আসামি আবু সুফিয়ান (৫০) ও ১৯ নম্বর আসামি আবদুল মালেক পান্না (৪০) পলাতক। মামলার ১৩ ও ১৫ নম্বর আসামি যথাক্রমে মিনারুল ইসলাম (৩৯) ও গোলাম দোস্তগীর (৩৮) জামিনে।
মামলাটির বাদীপক্ষের আইনজীবী এজাজুল হক মানু জানান, মঙ্গলবার মামলার ধার্য্য দিনে আসামিপক্ষের আইনজীবী তাদের জামিন চান। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ২২ আগস্ট এ মামলার পরবর্তী দিন ধার্য্য করেছেন আদালত।
নিহত ইসমাইল হোসেন দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গেল বছরের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোটকেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এই বিভাগের আরও খবর