Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ জুলাই, ২০১৯ ১৬:২৬

বাড্ডায় গণপিটুনির ঘটনায় আরও একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বাড্ডায় গণপিটুনির ঘটনায় আরও একজন গ্রেফতার

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাছলিমা বেগম রেনু হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম বাচ্চু (২৫)। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে, রবিবার রাতে বাপ্পী, শাহীন ও জাফর নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার কথা নিশ্চিত করেছেন। 

তিনি আরও বলেন, গণপিটুনির ঘটনার নেতৃত্বদানকারী হৃদয় নামে এক যুবককে পুলিশ আটক করতে পারেনি। হৃদয় উত্তরবাড্ডায় তার বাবা হানিফ আলীর সবজির দোকানে কাজ করে। পড়াশুনাও করেনি হৃদয়। এলাকায় আগে থেকে বখে যাওয়া যুবক হিসেবে সে পরিচিত ছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/মাহবুব

 


আপনার মন্তব্য