২৩ আগস্ট, ২০১৯ ২০:৫৯

জাফরুল্লাহর বিরুদ্ধে চুরির মামলা আওয়ামী লীগ নেতার

সাভার প্রতিনিধি:

জাফরুল্লাহর বিরুদ্ধে চুরির মামলা আওয়ামী লীগ নেতার

ফাইল ছবি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরসহ চুরির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।

সাভার উপজেলা স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন বাদী হয়ে বৃহস্পতিবার ভোরে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, আশুলিয়ার বাঁশবাড়ি মৌজায় নাছির উদ্দিন ও তার ভাই আবু বক্করের ১৬ শতাংশ জমি আছে। ওই জমিতে তাদের বাবা হাজি এফাজ উদ্দিনের নামে একটি মার্কেট রয়েছে। মার্কেটে একটি হোটেলসহ ২০টি দোকান রয়েছে। জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা গত মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়ে হোটেলসহ ১৪টি দোকান ভাঙচুর করেন। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ, গত বছর থেকে এ পর্যন্ত জমি সংক্রান্ত বিরোধের জেরে ড. জাফরুল্লাহ চৌধরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় আরও ৮টি মামলা রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর