২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫০

'শুধু তিনজনকে গ্রেফতার করেই আওয়ামী লীগের পচন ঠেকানো যাবে না'

অনলাইন ডেস্ক

'শুধু তিনজনকে গ্রেফতার করেই আওয়ামী লীগের পচন ঠেকানো যাবে না'

গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, মাদক, ছিনতাই, টেন্ডারবাজির মাধ্যমে আওয়ামী লীগে পচন ধরেছে। শুধু তিন অ্যান্টিবায়োটিককে (যুবলীগের খালেদ ভূঁইয়া, জি কে শামীম, ও  কৃষক লীগের ফিরোজ) গ্রেফতার করেই আওয়ামী লীগের পচন ঠেকানো যাবে না। পচন ঠেকাতে হলে দুর্নীতিবাজের তালিকার ৮০০জন সবাইকে আইনের আওতায় আনুন, আমাদের সহযোগিতা থাকবে।

তিনি সোমবার প্রেসক্লাবে একটি আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তথ্যমন্ত্রী বলছেন ইতিবাচক কথা বলতে, সহযোগিতা করতে, আমি বলব দুর্নীতি, দুঃশাসন, মাদক, ছিনতাই, টেন্ডারবাজির মাধ্যমে আওয়ামী লীগে পচন ধরেছে। এ পচন ঠেকাতে হলে শুধু তিন অ্যান্টিবায়োটিককে গ্রেফতার করলে হবে না, সব অপরাধীকে গ্রেফতার করে দেখান। তাহলে বুঝবো বহু খারাপ কাজের মধ্যে কয়েকটা ভালো কাজ আপনারা করতে পারেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর